নিম পাতা অনেক উপকারী ও নানা রোগের উপশম। নিম পাতা খোস-পাচড়া ও পুরোনো ক্ষতের উপশম করে। নিম পাতার নির্যাস খেলে আলসার দূর হয়, এই পাতার রসে জন্ডিস থেকে মুক্তি পাওয়া যায়, নিম পাতা বেটে বসন্তের গুটিতে দিলে গুটি দ্রুত শুকিয়ে যায়। এছাড়া ম্যালেরিয়া থেকে মুক্তি,ক্যান্সার প্রতিরোধে, চোখের ব্যাথায়,হৃদরোগ নিরসনে, মাথাব্যাথা কমাতে, দাঁতের যত্বে আরো নানা রোগ নির্মূলে নিম পাতার গুরুত্ব অতুলনীয়।