ডালমুট একটি মুখরোচক খাবার। এটি এক ধরনের চানাচুর, এতে বাদাম থাকে না। এতে বুটের বেসন, মুগ ডাল, মুসুর ডাল,আরো অনেক উপাদান থাকে যা এটিকে স্বাদময় করে তোলে। এই ডালমুটে কোলেস্টেরল কম থাকে বলে অনায়াসে খাওয়া যায়। বিকেলের নাস্তায়,গেষ্ট আপ্যায়নে ডালমুটের জুড়ি মেলা ভাড়।