Do you write docx file.? ask me..

Screenshot_20180809-001736.png

১) ম্যাক্স প্লাংক

জার্মান বিজ্ঞানী কোয়াল্টাম মেকানিক্সের আবিস্কারক।
কোয়াল্টাম মেকানিক্সের সাহায্যে পরমাণুর গঠন ব্যাখ্যা করা যায়।
ম্যাক্স প্লাংক ১৯১৮ সালে নোবেল পুরুষ্কার লাভ করেন।

২) ল্যাবয়েসিয়া

ফ্রেঞ্চ বিজ্ঞানী ল্যাবয়েসিয়া আধুনিক রসায়ন এর জনক হিসেবে পরিচিত।
তিনি অক্সিজেন, হাইড্রোজেন ও বিভিন্ন যৌগের নামকরণ করেন এবং মেট্রিক পদ্ধতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

৩) জাবির হাইয়ান

পারস্য রসায়নবিদ জাবির হাইয়ান হাইড্রোক্লোরিক ও নাইট্রিক এসিড সংশ্লেষন, পাতন ও কেলাসীকরণ প্রক্রিয়া আবিস্কার করেন।
তিনি আলকেমিতে পরিক্ষণ মূলক পদ্ধতির পোড়াপত্তন করেন।

৪) ভ্যানডার ওয়ালস

নেদারল্যান্ড এর বিখ্যাত বিজ্ঞানী ভ্যানডার ওয়ালস গ্যাস ও তরলের অবস্থার সমীকরণের ওপর গবেষণা করেন।
তিনি আন্তঃআনবিক বল আবিস্কার করেন, যা ভ্যানডার ওয়াল বল নামে খ্যাত।

৫) থমাস গ্রাহাম

স্কটিশ রসায়নবিদ থমাস গ্রাহাম ডয়ালাইসিস ও ব্যাপনের ধারণা প্রদান এর জন্য স্মরণীয়।
নিঃসরণ, কোলয়ডাল রসায়নে তিনি ব্যাপক অবদান রাখেন।
তিনি রয়েল সোসাইটির সদস্য ছিলেন।

৬) উইলার্ড গিবস

আমেরিকান পদার্থবিদ, রসায়নবিদ ও গণিতবিদ উইলার্ড গিবস তাপ গতিবিদ্যার প্রায়োগিক দিকের উন্মচন করেন।
আলোকবিদ্যা এবং ভ্যাক্টর ক্যালকুলাসে গিবসএর অসামান্য অবদান রয়েছে।

৭) রাদারফোর্ড

নিউজিল্যান্ডের নিউক্লীয় পদার্থবিজ্ঞানী আর্নেস্ট রাদারফোর্ড নিউক্লীয় পদার্থবিজ্ঞানের জনক হিসেবে খ্যাত।
তিনি তার বিখ্যাত স্বর্ণপাত পরিক্ষার মাধ্যমে পরমাণুর নিউক্লিয়াস আবিস্কার করেন।

H2
H3
H4
3 columns
2 columns
1 column
Join the conversation now
Logo
Center