এক রাজার কাছে ছিল এক বানর। সে বানর প্রতিদিন রাজাকে একটি করে সোনারমহর এনে দিত। রাজা সে মহর নিয়ে বানরকে জোড়ে করে লাঠি দিয়ে মারত। বানর মার খেয়ে এক কোনাই বসে থাকত চুপ করে। একদিন রাজা ঠিক সেই কাজটি করা দেখে ফেলল রাজার এক অথিতি। সে দেখে রাজাকে বলল, আপনি তো খুব খারাপ। বানরটি আপনাকে মহর এনে দিল আপনি তাকে মারলেন।
রাজা বলল আমি কি করতে মারলাম তা কাল থেকে দেখবেন।কাল বানরটি একটি মহর এনে দিল কিন্তু রাজা তাকে মারলনা। তা দেখে বানরটি এক লাফ মেরে রাজার কোলে উঠে বসল। তার পরের দিন আবার একটি মহর এনে দিল রাজা তাকে মারল না। সে কোল থেকে লাফ মেরে কাধে উঠে বসল। তাতে রাজার অথিতী কিছু মনে করল না। তার পরের দিন বানরটি একটি মহর এনে দিয়েই লাফ মেরে উঠল রাজার মাথায়। উঠে সে কান টানা শুরু করে দিল। তা দেখে রাজা অথিতী নিজেই বানর কে মারতে গেল। এই হল বানরদের স্বভাব যা আজকাল কার ছেলে পেলে ছাড়া পেয়ে করে থাকে।