জিবন মানেই যুদ্ধ। এই যুদ্ধ অংশ গ্রহণ করে সবাই। এই যুদ্ধ জিততে হলে চাই পরিশ্রম। যে যুদ্ধ নিজের সাথে। জিবনে সফলতা চাই এই যুদ্ধে জিততেই হবে। সবাই চাই জিততে কিন্তু কে কতটুকু জিতবে তা নির্ভর করে পরিশ্রমের উপর। আমরা সফল মানুষের জিবনী দেখলে তা ঠিক পাই। সকলেই সাফলতা অর্জন করেছে কঠিন পরীক্ষা পার করে। সে কঠিন পরীক্ষা পার করতে লাগে কঠিন শ্রম।
যারাই কষ্টকে জয় করেছেন তাদের শ্রম দিয়ে। তারাই সফল মানুষ। তাদের সবাই মনে রাখে সারা জিবন। তাই নিজের লক্ষে পৌছানোর জন্য পরিশ্রম করা শুরু করি আর কঠিন বাধাকে পার করে এগিয়ে যায়।