মাদক এমন একটা নেশা জাতীয় দ্রব্য,যা পান করলে মানুষকে দিনের পর দিন মৃত্যুর দিকে নিয়ে যায়।

এমন কিছু মানুষ আছে,যারা নিজেরাই ভোগে গেছে এবং অন্যদের কেও নিয়ে যাচ্ছে।তাই আমাদেরকে তাদের হাত থেকে বাচতে হবে এবং সচেতন হতে হবে। আজ আপনাদের কাছে যে বিষয়টি তুলে ধরব, আশা করি সবাই এ জিনিসটি থেকে দূরে থাকবেন। আজ সেই আলচ্য বিষয়টি হল মাদক দ্রব্য। এটা এমন একটি নেশা যা পান করলে মানুষের মস্তিষ্ককে বিকল করে দেয়। আর সে নিজের জ্ঞান হারিয়ে ফেলে।images (13).jpeg

source

আমরা সবাই পৃথিবীর লালিত সন্তান। আর এখানে আমাদের প্রয়োজনীয় সব জিনিস আছে। কিন্তু কিছু মানুষ আছে যারা এমন একটি দ্রব্য পান করে যেটা সমাজের, দেশের, এবং মানুষের জন্য ক্ষতিকর। তারপরও তারা মাদক,সিগারেট,ইয়াবা,ইত্যাদি নেশা করছেন। তার পাশাপাশি এটা গোটা দেশে ছড়িয়ে দিচ্ছে। আর বিশেষ করে আমাদের ছাএ সমাজ বেশি করে ক্ষতিগ্রস্ত হচ্ছে। বর্তমানে এগুলো বাজার পর্যায়ে চলে এসেছে। আর তাতে আকৃষ্ট হচ্ছে বিভিন্ন পেশার মানুষ। কিন্তু আজ মাদক দ্রব্য সাড়া দেশে ছড়িয়ে পড়েছে। আজকের শিশুরা আগামি দিনের ভবিষ্যত। কিন্তু এই শিশুরাও আকৃষ্ট হচ্ছে এতে। আর হয়ত বা ভবিষ্যতের অনেক ইজ্ঞিনিয়ার,যজ,ব্যারিষ্টার,ইত্যাদি এখনেই ধব্বংস হয়ে যাচ্ছে। এই সমস্যাটি শুধু একটি দেশের নয়, বরংচ এই সমস্যাটি পৃথিবী জুড়ে। তাই আমাদের সবাইকে সচেতন হতে হবে। কেননা মদ্য পান মানে বিষ পান। এটি ধীরে ধীরে মানুষকে নিস্তেজ করে দেয়। তাই আমাদের মাদকের হাত থেকে এই পৃথিবীকে, এই জাতিকে,এই সমাজের সন্তান কে রক্ষা করতে হবে। আর যারা মাদক ছড়িয়ে দিচ্ছে, তাদের উপর কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং তা বাস্তবায়ন করতে হবে।images (11).jpeg
source

এটা একার মাধ্যমে সমাধান করা সম্ভব নয়। তাই আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। মাদকের কোন উপকার নেই। শুধু এটা মানুষের ক্ষতি করে। এ জন্য আমাদের কিছু পদক্ষেপ গ্রহণ করতে হবে। যেমনঃ সব মানুষের মাঝে মাদকের কুফলের কথা তুলে ধরতে হবে। মাদক পান মানে বিষ পান তা সবাইকে বোঝাতে হবে। মাদক পান করলে অর্থের ক্ষতি হয়। সমাজের লোক সবাই মাদক সেবনকারী কে হেয় চোখে দেখে। আর তাকে কেউ সম্মান করে না। ধীরে ধীরে সে মৃত্যুর দিকে চলে যায়।images (12).jpeg
source

বিভিন্ন বিজ্ঞাপনের মাধ্যমে মানুষকে সচেতন করতে হবে। রেডিও, টেলিভিশন,ইত্যাদি মাদকের কুফলের বর্ণনা দিতে হবে। মানুষ যেন বুঝতে পারে এটা আসলেই কতটা ভয়ংকর। তাছাড়া কবিতা,মিছিল,গান, নাটকের মাধ্যমেও কুফল তুলে ধরা যেতে পারে। যে মুখে আমরা ডাকি মা,সে মুখে আর মাদক না।

তাই আসুন, আমাদের সমাজের যুবকদের রক্ষা করি। এই পৃথিবীকে মাদক মুক্ত করি। আর আমাদের সমাজকে সুন্দর ভাবে গড়ে তুলি। আর যারা এই মাদক সেবন করেন, তারা দ্রুত এটা থেকে বিরত থাকুন।
the end

H2
H3
H4
3 columns
2 columns
1 column
Join the conversation now
Logo
Center