মোংলায় জাহাজের নাবিক নিখোঁজ


Source

বাংলাদেশ-ভারত নৌ প্রটোকল রুটের লাইটার জাহাজ এমভি আয়শা বিবি থেকে পশুর নদীতে পড়ে নিখোঁজ হয়েছেন লস্কর আসলাম হোসেন মামুন নামে এক নাবিক।

মঙ্গলবার সকাল ১০টায় ঝুলন্ত রশি ছিঁড়ে মোংলা জেটি সংলগ্ন নদীতে পড়ে যান তিনি। ঘটনার পর নিখোঁজ নাবিককে উদ্ধারে অভিযান শুরু করেছে লাইটার শ্রমিক ইউনিয়ন, কোস্টগার্ড, নৌবাহিনী ও পুলিশ।

প্রটোকল রুটের ওই লাইটার জাহাজ ভারতে যাওয়ার উদ্দেশে দু’দিন আগে মোংলা বন্দরে অবস্থান নেয়। সকালে নাবিকরা জাহাজ পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করার সময় ঝুলন্ত রশি ছিঁড়ে নদীতে পড়ে যান নাবিক মামুন।

ঘটনার পর মোংলা থানা পুলিশ ও লাইটার শ্রমিক ইউনিয়নের নেতারা ঘটনাস্থল পরিদর্শন ও উদ্ধার তৎপরতা শুরু করেন। লাইটার জাহাজের মাস্টার মো. এ ঘটনায় দুপুরে মোংলা থানায় সাধারণ ডায়েরি করেছেন।

H2
H3
H4
3 columns
2 columns
1 column
Join the conversation now
Logo
Center