আজ আপনাদের বাস্তব জিবনের গল্প সুনাবো
আজ আমি বাজারে গেছিলাম এবং কিছু মানুষের জীবন নির্ভর করা কর্ম লক্ষ করলাম। বাজারে যখন গেলাম তখন দেখলাম এক মুরুব্বী চাচা ৩/৪ কেজি পিয়াজ নিয়ে রাস্তাই বসে আছে । চাচার পাশে এক মুরব্বি মহিলা ছিল । এই ৩/৪ কেজি পিয়াজের বিক্রি করে তাদের জীবিকা চলে । আমি কিছু সময় লক্ষ করলাম এই দারিদ্র বাক্তির কাছ থেকে কেউ পিয়াজ কিনতেছে না । কারন পাশে অনেক ভাল ভাল দোকান ছিল । আমি ২/৩ ঘণ্টা পড়ে গেলাম বিষয়টি দেখার জন্য চাচা কতো পীয়াজ বিক্রি করতে পেরেছে । গিয়া দেখলাম চাচা ৫ টাকার পিয়াজ বিক্রি করতে পেরেছে । আমি জিজ্ঞাস করলাম চাচা আপনার বাসায় কে কে আছে ।উনি বলল আমি আর বুড়ি আমরা ২ জন থাকি । এর পর জানতে চাইলাম আপনার সংসার চলে কিভাবে । বলে এই পিয়াজ বিক্রি করে যা হয় কোন রকম বেছে আছি । চাচা অনেক কষ্টের সাথে আমাকে বললেন । আমি জানতে চাইলাম প্রত্যেকদিন আপনি কত টাকা পিয়াজ বিক্রি করে লাভ করেন ।আর কত কেজি পিয়াজ বিক্রি হয় । চাচা বলল এইখানে যা দেখতেছ এই গুলো আমার পুঁজি ।এই পিয়াজ বিক্রি করে আমার সংসার চলে । আর বললেন দিনে ২০/৩০ টাকার পিয়াজ বিক্রি করতে পারে তিনি ওই ২/৫ টাকা করে করে । আমি বিষয়টি শুনে একটু কষ্ট বোধ করলাম । আমি জিজ্ঞাস করলাম ২০/৩০ টাকা বিক্রি করে আপনারা কি খান । উনি বলল সকালে ৩ টাকার ২ টা রুটি কিনি আর রাতে ২ টা কিনি । এই রুটি খাইয়া আমাদের দিন পার হইয়া যাই । আর কোন মাস এ কিছু টাকা হলে ২ জন মিলে ১ পিলেট ভাত খাই ডাল দিয়া ।
আমি কথা গুলো শুনে আমার চোখ দিয়া পানি বের হইয়া গেল । আমি কখনও ভাবতে পারিনি মানুষের জীবন এই ভাবে চলে । আমি চাচাকে বললাম চাচা আজ আমি আপনাদেরকে খাওয়াবো , না বইলেন না দইয়া করে । চাচা না বলল না । চাচাকে খাওয়ালাম আর চাচির জন্য প্যাকেট করে দিলাম । আর চাচাকে বললাম আজ আপনার পিয়াজ আমি সব কিনব । আর আমাদের বাসায় যত পিয়াজ লাগবে সব আপনার কাছ থেকে নিব । চাচা অনেক খুসি হলেন আমার কথা শুনে ।
এই খানে আমাদের শিক্ষা
এই গল্পে আমি অনেক ফুটিয়া তুলেছি । আপনি হইত বুঝবেন । আপনি নিজেই লক্ষ করুন রাস্তাই এমন অনেক অসহাই লোক আছে যারা সামান্য পুঁজি নিয়া জীবন নির্ভর করে । আমরা তাদের থেকে কিছু কিনি না । আসলে আমরা তাদেরকে দেখেও না দেখার ভান করে চলে যাই । কিন্তু আমাদের উচিদ তাদের কাছ থেকে মালামাল কেনা । যাই বিক্রি করুক না কেন আমাদের কিনে নেওয়া উচিদ । হইত আপনার এই সামান্য কিছু টাকার জন্য ওরা ২ মুঠ খেতে পারবে । আর না বিক্রি করতে পারলে ওরা না খাইয়ে থাকবে । তবুও ওরা কারও কাছে হাত পাতবে না ।
আসুন এমন দারিদ্র বাক্তি দেখলে আমরা তাদেরকে ফেলে না দেই । তাদের বাচার সুযোখ করে দেই । সবাইকে অনেক ধন্যবাদ ।