ফলের দোকানে গিয়ে ফলের দাম শুনে আমি খুবই হতাশ |

image.png

আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন আমিও ভালো আছি ডেইলি ব্লগ নিয়ে আজকেও আবার হাজির হয়ে গিয়েছে প্রতিদিনের মতন |আজকের ব্লগে আমি রেখেছি আমি কিভাবে ফ্রোজেন করে রাখি আম সারা বছরের জন্য কিছু আম আমি ধুয়ে পানি ঝরিয়ে মুছে আমি পলিথিন এর ভেতরে রেখে ডিপ ফ্রিজে রেখে দেই সংরক্ষণ করে যাতে করে আমের জুস খেতে ইচ্ছা করলে যখন তখন যেন বের করে জুস খেতে পারি, কিংবা আমও খাওয়া যায় আর আমি আজকে সেই আর ফ্রোজেন নাম দিয়েই কিন্তু জুস টা তৈরি করেছিলাম |সেটিও আপনাদের সাথে শেয়ার করেছি তারপর কিছু সময়ের জন্য আমি বাহিরে গিয়েছিলাম ফলের দোকানে আগে কখনো যাওয়া হয়নি আমার আমি আর হাসবেন্ডের সাথে আমি গিয়েছিলাম তখন জানতে পারলাম ফলের দাম যেন আকাশ ছোঁয়া |তাই আমি হতাশ হয়ে ছিলাম সব সময় বাবা নিয়ে আসে বাসায় ফল ,আর বিয়ে হয়ে যাওয়ার পর থেকে আবার হাসবেন্ড নিয়ে আসে ফল| আমার নতুন করে অভিজ্ঞতা হল ফল কিংবার যেটা আমার কাছে একটু অবাক লেগেছিল সব জিনিসের আসলে অভিজ্ঞতা থাকা উচিত প্রত্যেকটি মানুষেরই তেমনি আমার অভিজ্ঞতা গুলার কথা আমি আপনাদের সাথে শেয়ার করলাম আরো অনেক কিছু আছে আজকের ব্লগের মধ্যে চলেন বন্ধুরা দেরি না করে দেখে আসে আজকের ব্লকটি |

আমি আশা করবো আপনাদের কাছে আমার আজকের ব্লগটি ভালো লেগেছে ,ভালো লেগে থাকলে অবশ্যই আমার পাশে থাকবেন |আপনার আমার পাশে থাকলে আমি আপনাদের জন্য নিত্য নতুন কনটেন্ট নিয়ে হাজির হয়ে যাব প্রতিদিনের মতন |আমি আমার ভালোলাগা থেকে ব্লক গুলো তৈরি করি এবং আপনাদের মাঝে শেয়ার করি আমার ভুল ত্রুটি গুলা ক্ষমার দৃষ্টিতে দেখবেন |ভুল না করলে আসলে শেখা যায় না তাই ভুল দিয়ে শিখে ভালো কিছু যেন অর্জন করতে পারি এই প্রত্যাশায় আজ এ পর্যন্তই আবার দেখা হবে অন্য কোন কন্টেন্টের সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন |অবশ্যই আমার পাশে থাকবেন আপনার আমার পাশে থাকবেন এটাই আমার কাম্য |

H2
H3
H4
3 columns
2 columns
1 column
Join the conversation now
Logo
Center