Spoiler alert..
মুভি : ইল মারে (কোরিয়ান মুভি,সাল-২০০০)
আইএমডিবি: ৭.৭/১০
প্লট:
ইল মারে কথাটির অর্থ হলো সমুদ্র।সমুদ্রের পাড়ে তৈরী একটি বাড়ি যার নাম ইল মারে আর বাড়ির পাশের একটি মেইলবক্স নিয়েই মুভির কাহিনী।
মুভির নায়িকা ইউন জো ১৯৯৯ সালে ইল মারে বাড়িটি ছেড়ে আসার আগে বাড়িটির মেইলবক্সে একটি চিঠি লিখে রেখে আসে যেন পরবর্তীতে বাড়িটিতে যে থাকতে আসবে সে তার নামে কোন চিঠি আসলে তা পাঠিয়ে দেয়।কিন্তু অবাক করা বিষয় হলো,চিঠিটা পায় দুই বছর আগে অর্থাৎ ১৯৯৭ সালে ওই বাড়িতে বাস করা প্রথম ব্যক্তি সাং হিউন।সে ওই চিঠির উত্তরে মেয়েটিকে পাগল বলে যে কিনা ১৯৯৭ সালকে ১৯৯৯ সাল বলছে আর মেয়েটিও ভেবে নেয় ছেলেটা নিশ্চয় তার সাথে মজা করছে।কিন্তু পরবর্তীতে তারা বুঝতে পারে, তারা আসলেই দুইজন দুটো ভিন্ন সময়ে বসবাস করছে আর তাদের যোগাযোগের মাধ্যম হলো শুধুমাত্র ওই মেইলবক্স।তারা একে অন্যকে চিঠি লিখতে থাকে আর তাদের মধ্যে ঘনিষ্ঠতা বাড়তে থাকে।কিন্তু তাদের যোগাযোগ কি শুধু চিঠিতেই সীমাবদ্ধ থাকলো?,তাদের দেখা হওয়াটা কি আদৌ সম্ভব ছিলো? এটা জানতে হলে মুভিটা দেখতে হবে।
থ্রিলার,হরর,একশন মুভি দেখতে দেখতে যদি মাথা নষ্ট হয়ে যায়,তাহলে এই মিষ্টি প্রেমের মুভিটা দেখে ফেলতে পারেন।
ভালোই লাগবে আশা করি।
হ্যাপি ওয়াচিং।।