চারদিকে পবিত্র ইদের আমেজ, গ্রাম গন্জের হাট-বাজার, শহরের গলি-ঘুপচিগুলোতে পশু বেচা-কেনার ধুম পড়েছে, পশু কুরবানি দিয়ে নিজের হ্রদয়ের পশুত্বকে কুরবানি দিবে বলে...
এই যেন স্রষ্টার বেঁধে দেয়া অমোঘ বিধানে আত্মশুদ্ধির এক নিরুপম প্রতিযোগিতা, সবার দেহমনে অনাবিল স্বর্গীয় আনন্দ বয়ে চলেছে, এই আনন্দ যেন ছোঁয়াছে, হ্রদয় থেকে হ্রদয়ে, মন থেকে মনে ছড়িয়ে পড়ছে।
এই মহানন্দের মহিন্দ্রাক্ষণে নিজেকে একটু ঘুটিয়ে রাখতে হল, কারণ রাত পোহালেই আমার পরিক্ষা ( Fazil 3rd year final), পরিক্ষা সকাল দশটায় শুরু হবে তাই যথারীতি সকাল ৮.০০ টায় ঘর থেকে বের হলাম, সকালের খোশ আমেজে খোশদিলে গাড়িতে উঠলাম, সকাল বলে গাড়িতে তেমন ভিড় নেই, সিট না পেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে মোবাইল গুঁতাচ্ছিলাম, এ্যাসিটেন্স আসল ভাড়া নেয়ার জন্য, মোবাইল পকেটে রেখে তার ভাড়া চুকিয়ে ফের পকেটে হাত দিলাম কিন্তু মোবাইল পেলামনা! ভালোভাবে সব পকেটে হাতিয়ে দেখলাম তাও পেলামনা!! অর্ধ মিনিটের ব্যবধানে এইভাবে মোবাইল হাওয়া যাবে বিশ্বাসই হচ্ছিলনা!!!
বিশ্বাস করুন মোবাইল গায়েব হয়ে যাওয়ার পূর্বাপর গাড়িতে একটাও চোর দেখিনি, সবাইকে মানুষ মনে হয়েছিল চুরি হওয়ার পরও তাই মনে হচ্ছিল। বিশ্বাস হচ্ছিলনা এই ভদ্রলোকগুলোর মধ্যে কেউ একজন মোবাইলটা হজম করে ফেলছে। এইভাবে মানুষরূপী হায়ানাগলো ওঁতপেতে থাকে আপনার আর আমার পকেট কাটার জন্য, কান থেকে চোঁ মেরে মোবাইলটা নিয়ে যাওয়ার জন্য।
মোবাইলের জন্য যতটা খারাপ লাগছেনা তার'চে চতুর্গুণ বেশি খারাপ লাগছে মোবাইলে সংরক্ষিত ডাটাগুলার জন্য, সব গুরুত্বপূর্ণ ডাটা, তথ্যগুলো মোবাইলে সংরক্ষণ করাছিল,
Online জগতের সব তথ্য-উপাত্ত গুরুত্বপূর্ণ password সবই সংরক্ষণ করা ছিল মোবাইলে, notepad টা যেন একটা secret dairy,
ল্যাপটপ কম্পিউটারের চেয়ে মোবাইল user friendly হওয়ায় মোবাইলের প্রতি অতিমাত্রায় ঝুঁকে পড়া এবং এর প্রতি নির্ভরতা বেড়ে যাওয়ায়
মোবাইলটা হারিয়ে এখন আমি যেন একেবারেই হয়ে নিঃস্ব গেলাম! এরপর থেকে সবার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে আছে, অনেকে আমার সাথে যোগাযোগ করতে গিয়ে বারংবার ব্যর্থ হচ্ছে আবার কেউবা হয়তো মনে মনে গালিও দিচ্ছে
কিন্তু কিছু করার নাই...
পরিশেষে মনকে এই বলে সান্তনা দেয়া,
আল্লাহ তা'য়ালা মানুষের জানের বিপদ মালের উপর দিয়ে কাটিয়ে দেন...
অন্যকারো সাথে যেন এমন ঘটনার পুনরাবৃত্তি না হয় সেই কামনা করছি।
সবাই সচেতন থাকবেন, ভাল থাকবেন।
সবার ইদ আনন্দে ভরে উঠুক কানায় কানায় ।
ইদ মোবারক!