Abu 'Abdullah bin Abul-'as (May Allah be pleased with him) reported:
I complained to the Messenger of Allah (?) about a pain I had in my body. The Messenger of Allah (?) said, "Place your hand where you feel pain and say: 'Bismillah (With the Name of Allah)' three times; and then repeat seven times: 'A'udhu bi'izzatillahi wa qudratihi min sharri ma ajidu wa 'uhadhiru (I seek refuge with Allah and with His Power from the evil that afflicts me and that which I apprehend)."'
[Sahee Muslim]
আবু আব্দুল্লাহ বিন আবিল আস (রা) নবী মোহাম্মদ (সাঃ) এর কাছে এসে একবার অভিযোগ করলেন, ইয়া রাসূলাল্লাহ,আমার শরীরের ব্যাথা কোন এক অংগে,হাত-টাতে কোথাও ব্যথা ছিল,তিনি বললেন,ইয়া রাসুলাল্লাহ অনেক ব্যাথা করছে,নবী ( সঃ) তখন তাকে ডেকে বললেন তুমি যে জায়গায় তোমার শরীরের ব্যাথা করছে সে জায়গায় হাত দিয়ে তিনবার বিসমিল্লাহ বলো, এই তিনবার বিসমিল্লাহ বলার পরে সাতবার এই দোয়া পড়।
أَعُوذُ بِعِزَّةِ اللهِ وَقُدْرَتِهِ مِنْ شَرِّ مَا أجِدُ وَأُحَاذِرُ
A'udhu bi'izzatillahi wa qudratihi min sharri ma ajidu wa 'uhadhiru
(I seek refuge with Allah and with His Power from the evil that afflicts me and that which I apprehend).
এই দোয়াটি সাতবার পড়ার পর, ইনশাআল্লাহ বিইযনিল্লাহ তোমার ব্যাথা উপশম হয়ে যাবে।এ সাহাবী উসমান (রাঃ) কে বলেন আমি এ দোয়াটি সাতবার পড়লাম তার পূর্বে বিসমিল্লাহ তিনবার পড়লাম ওয়া-আল্লাহ (আল্লাহর কসম) আমার ব্যাথা সেরে গেল। সুবহান আল্লাহ! ব্যাথা আর ছিলোনা। আমার শরীরের বিভিন্ন অংগে ব্যাথায় হাতে পায়ে অনেক সময় ব্যাথা হয়,এবং ব্যাথায় আরো সময় কষ্ট করি,এ ব্যাথা যখন হবে তখন এই আমলটি করবেন।তিনাবার বিসমিল্লাহ পড়ে সাতবার উক্ত দোয়াটি পড়বেন।ইনশাআল্লাহ ব্যাথা উপশম হয়ে যাবে।
আল্লাহ যেহেতু এই যুগে আমাদের আধুনিক চিকিৎসা বিজ্ঞানের মাধ্যমে ভালো ভালো ঔষুধের ব্যবস্থা করে দিয়েছেন, সে গুলোকে আমরা অবলম্বন করবো।পাশাপাশি এই দোয়ার আমলটি করবো।ঔষুধ ও আধুনিক চিকিৎসা বাদ দিয়ে আপনাকে ওই আমল করতে বলছিনা।যেহেতু আল্লাহ তায়ালার সহজ ব্যবস্হা এটা গ্রহন করব।পাশাপাশি এই দোয়ার আমলও করতে থাকবো।
আমরা সাধারণত ব্যাথা হলে বা অন্য কোন রোগ হলে হুজুরের কাছে যাই তাবিজ কবজ নেওয়ার জন্য।হুজুর তাবিজ লিখে দেয়,আর আমরা তা ঝুলিয়ে দিই।নিজেরা আমল করে যে সুস্থ হবো বা আমল করে নিজে চিকিৎসা নিব,এই মানসিকতা আমাদের ভিতরে নেই।
(অথচ তাবিজ কবজ ঝুলানো ইসলামে সম্পূর্ণ হারাম।এই বিষয়ে কোরআন সুন্নাহ এর দলীল ভিত্তিক খুব শিগ্রই লিখবো ইনশাআল্লাহ)
অতএব আল্লাহ তায়ালা আমাদের কে ব্যাথা হলে নবী (সঃ) এর শিখানো এই আমলটি করার তাওফিক দান করুন...আমিন।।