বন্ধুরা,
ভাবছেন নিশ্চই আবার কি বলতে হাজির হলাম। খুব সাধারণ একটি বিষয় যেটা সবার জানা সেটা নিয়েই আপনাদের মাঝে চলে এলাম নিজের ভাবনা ভাগ করে নিতে।
ঈশ্বর, বা পারমশক্তি পরমেশ্বর আমাদের লিঙ্গের ভেদে দু ভাগে তৈরি করেছে, না তৃতীয় লিঙ্গ কেও এখন স্বীকৃতি দেওয়া হয়েছে, কিন্তু আজ সে বিষয় আমি কথা বলতে আসিনি।
আজ আমি পুরুষ এবং মহিলার চিন্তাধারার পার্থক্য নিয়ে কথা বলতে এসেছি।
প্রথমে মহিলা সম্পর্কে বলি, কারণ ইংরিজিতে একটা কথা আছে লেডিস ফার্স্ট।
মহিলাদের চিন্তাধারা হলো, পুরুষদের সবসময় ছোটো বড়ো বিষয়গুলো মনে রেখে সারাজীবন চলার উচিত।
এই যেমন, তারা কি বলতে চায় সেটা মুখ দেখেই বুঝে যাওয়া উচিত, জন্মদিন, বিবাহবার্ষিকী ভুলে যাওয়াটা পৃথিবীর সবচাইতে গর্হিত অপরাধ যদি পুরুষ সেটা ভুলে যায়।
কারণ মহিলাদের স্মৃতি শক্তি পরমেশ্বর এতোটাই শক্তিশালী করে পাঠিয়েছেন; যে, কোনদিন, কটার সময় প্রেম শুরু হয়েছিল সেটাও কি জানি কিভাবে মনে রাখে!
আবার কোনদিন দেখা করতে যেতে, কত মিনিট দেরি হয়েছিল সেটাও মনে রাখে!🤔
অপরপক্ষে পুরুষ গাড়ি একবার গ্যারাজ হয়ে গেলে তার মেইনটেন্যান্স ততক্ষণ করতে রাজি নন, যতক্ষণ ঠিক ঠাক সার্ভিস দিচ্ছে!🙄
কবে গাড়ি কিনেছে, কবে পুজো দিতে গেছে, কবে বিগ্রেছিল এসব এর খুব একটা ধার ধারে না।
তার উপরে রাস্তায় বেরোলে পাশ দিয়ে নতুন মডেল এর গাড়ি গেলে বেশ উদ্বেগ এবং আগ্রহের সাথে পর্যবেক্ষণ করে।
কারণ তারা নিজেদের সময় এর সাথে আপডেটেড রাখতে পছন্দ করে।
কবে ঘী খেয়েছিল, সেই গন্ধ প্রতিনিয়ত শুঁকে শুঁকে মনে রাখা পুরুষের কম্মো নয়।
সংসরিক চাপের ঠেলা সামলাতে গিয়ে জেরবার হয়ে, নতুন করে মানসিক শান্তি খুঁজতে নতুন মডেল এর সন্ধান প্রতিনিয়ত চলতেই থাকে।
পুরুষের মন উদার, কেবল একজন কে ধরে পুরোটা জীবন কাটিয়ে দেওয়াটা অযৌক্তিক বলে মনে করেন।
তাই নতুন এর সন্ধান করেন নিজের জীবন কে সবসময় সতেজ এবং রঙিন রাখার জন্য।
তাহলে বিষয়টা দাড়ালো চিন্তা ধরার পার্থক্য।
কিন্তু অবশেষে বলতে চাই, যে মানুষটি নিঃস্বার্থ ভাবে সেবা করে সংসারের হাল ধরে রেখেছে, তার প্রতি দায়বদ্ধতা পালন টা মনুষ্যত্বের অঙ্গ, এবং কর্তব্য।
যদি কোনো কারণে জীবনে অন্য কেউ এসেই পড়ে বুঝতে হবে, পূর্ব সম্পর্ক কোনোদিন ও সেই জায়গাতে পৌঁছতেই পারেনি , শুধু অভিনয় করে সময় কাটানো ছাড়া আর নিজের নাক কাটার ভয় এড়ানোর জন্যে সেটা ধরে রাখা ছাড়া সেখানে আর কিছুই অবশিষ্ট নেই।
নিজের চিন্তাধারা ভাগ করে নিলাম, মতামত ভিন্ন হতেই পারে।
নমস্কার।