বিবেক জাগ্রত হোক

মানুষের মন কখন কিভাবে পরিবর্তন হবে, তা বলা ভীষণ মুশকিল । সকাল থেকে বৃষ্টি হচ্ছিল, বৃষ্টির মধ্যে নরম আবহাওয়া মনের মধ্যে যেন একটা শান্তি তৈরি করে দিয়েছিল । এই ভাবেই সকাল থেকে দুপুর,দুপুর গড়িয়ে অবশেষে সন্ধ্যা নামা নামা ভাব । যদিও সারাদিন কাজের চাপ তেমন ছিল না,তবে টুকটাক কিছু নিজের পেশার কাজ করা লেগেছিল। সবমিলিয়ে আবহাওয়াটা একটু ভালো ছিল, সঙ্গে কাজের চাপ ছিল না । সারাদিন প্রচুর বিশ্রাম নেওয়ার সময় পেয়েছি ।


কিন্তু সন্ধ্যার ঘটনাটার জন্য, আমি মোটেও মানসিকভাবে প্রস্তুত ছিলাম না । আমি একজন ডাক্তার, বলতে পারেন এক কথায় দাঁতের ডাক্তার । পৃথিবীর এই কঠিনতম সময়েও নিজের পরিবারের কথা ও নিজের কথা নাহ্ চিন্তা করে, প্রতিনিয়ত মানুষের সেবা দিয়ে যাচ্ছি । যেহেতু আমি ডাক্তার তাই আমাকে কোনভাবেই পরাজয় মেনে নেওয়া যাবে না , ভাইরাসের বিরুদ্ধে আমাকে লড়তেই হবে । তাই এই ভাইরাসের কঠিনতম সময়ের মধ্যেও, আমি প্রতিনিয়ত আমার চেম্বারে মানুষকে দন্ত চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছি ।
মনুষ্যজাতি ভীষণ অদ্ভুত যার প্রমাণ আমি প্রতিনিয়তই পাচ্ছি । দিনকে দিন নিজের উপর থেকে নিজেরই বিশ্বাস উঠে যাচ্ছে আমার । কারণ আশেপাশের অবস্থা দেখে নিজেকে কোনভাবেই মানুষ মনে হয় না আমার । আমি শুনেছি মানুষ নাকি সৃষ্টির সেরা জীব,তাহলে এই সৃষ্টির সেরা জীবের মধ্যে এত কুকীর্তি জড়িয়ে আছে কেন ।
বাড়ি আমার বড় রাস্তার পাশে গলির ভিতরে । গলির মধ্যে দিয়ে রাত্রিবেলা লোকজনের যাতায়াতের সুবিধার জন্য, আমি আমার চেম্বারের বাইরে লাইট লাগিয়ে দিয়েছিলাম । আজকে নিয়ে মোট আমার এগারটি লাইট,মনুষ্য জাতির বিবেকবান মহৎ হৃদয়ের অধিকারী কোন এক মানুষ সেগুলো চুরি করে নিয়ে গিয়েছে। শুধু যে লাইট চুরি করেই সে ক্ষান্ত হয়েছে তা কিন্তু নাহ্, এর আগে তারা আমার চেম্বারের বাইরে রাখা দুজোড়া জুতাও চুরি করে নিয়ে গেছে ।
অন্য সময় যতটা নাহ্ কষ্ট পেয়েছি কিন্তু আজকে সন্ধ্যা বেলা তার থেকেও দ্বিগুণ পরিমাণ কষ্ট বেশি পেয়েছি । পৃথিবীর এই মহামারীর সময়ে যখন আমি সবকিছু ভুলে গিয়ে মানুষের জন্য দিন-রাত সমানতালে সেবা দিয়ে যাচ্ছি, তখন কিনা সেই মানুষই আমার পিছনে উঠে পড়ে লেগেছে এবং আমাকে বিব্রতকর অবস্থায় ফেলে দিয়েছে । ভাবতে অবাক লাগে, আমি কাদের জন্য এত কিছু করে যাচ্ছি এবং কাদের কেইবা সেবা দিচ্ছি ?
20200720_185833.jpg

H2
H3
H4
3 columns
2 columns
1 column
Join the conversation now
Logo
Center