জীবনের চলার পথে তো আপনাকে অনেক বাধা বিপত্তির অতিক্রম করতে হবে আর এমন ও সময় যাবে যখন আপনি আপনার সব টুকু চেষ্টা করেও বার বার ব্যর্থ হয়ে যাবেন। আসলে আমাদের জীবনের কোনো কিছু পাওয়ার জন্য আপনাকে অনেক কষ্ট করা লাগবে জিনিষটা হয়তো সামান্য কিন্তু কষ্ট আপনাকে অনেক করতে হবে। কারণ পৃথিবীতে কোনো কিছুই এমনি এমনি হয়না। সব কিছুর পিছনেই কারো না কারো বড় একটা ভূমিকা থাকে। আর হ্যা , আপনার যদি সেই জিনিষটা পেতে হয় তাহলে আপনাকে তো কষ্ট করতেই হবে। আর হ্যা , আপনি কিন্তু অনেক বাধা পার করতে হবে। একটা কাজ করতে গিয়ে বার বার ব্যর্থ হবেন তাই বলে কি থেকে গেলে হবে ?
আর এটাই হচ্ছে আমাদের সব থেকে বড় সমস্যা। কোনো কিছুকে পেতে হলে আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা না করে। ১ -২ বার ব্যর্থ হওয়ার পর ওইতার আশা ছেড়ে দেই। এটা ঠিক না , আমাদের কে সর্বোচ্চ চেষ্টা করে যেতে হবে। আর কেউ যদি এমন হয় যে একবার বা ২ বার চেষ্টা করার পর থেমে যায় তাহলে সে তার জীবনের কোনো দিনও প্রতিষ্ঠিত হতে পারবেনা। ছোট বেলার তো এমন অনেক গল্পও পড়েছি যে গুলো হয়তো আপনাকে একটু উৎসাহ জাগাতে পারবে। আর হ্যা , এমন ও হয় যে সামান্য কিছু উৎসাহের জন্য মানুষ তার জীবনের অনেক উপরে উঠে যেতে পারে।
কিন্তু বললামই তো আমাদের সমাজটা এখন স্বার্থ পর হয়েগিয়েছে। হয়তো তাদের কোনো স্বার্থ ছাড়া আপনাকে উৎসাহ তো দূরে থাকে , আমার কথা মনেও করবে না। এটাই এখন বর্তমান পৃথিবীর পরিস্থিতি। তাই সত্যি কথা বলতে গেলে আপনার পথ সম্পূর্ণ আপনাকেই চলতে হবে। আর হ্যা , আজকাল বেশির ভাগ মানুষ তাদের স্বার্থের জন্য আপনাকে দাম দিবে বা আপনার কথা শুনবে। আসলে এখন তো পুরো পৃথিবী অন্ধের মতো অর্থ আর বৃত্তের পিছনে ঘুরছে। আর ঘুরবেই বা না কেন , কারণ পৃথিবীতে ভালো ভাবে বাঁচতে হলে এখন আপনার অর্থের প্রয়োজন।
আপনাকে তো এখন মানুষের মন পাওয়ার জন্য টাকা উপর্জন করতে হবে। অর্থাৎ টাকা দিয়ে মানুষের মন কিনতে হবে। আস্তে আস্তে সব কিছুই আপনি টাকা দিয়ে পেয়ে যাবেন। আর হ্যা , এটা হয়তো আপনি বুঝতে আগেই। কারণ এটা এখন সাধারণ বিষয় হয়ে গিয়েছে। কারো সামনে কেউ পরে মারা গেলেও তাকে নিয়ে ভিডিও করে , তার জীবন থেকে এখন তার ভিডিও করাটা অনেক দরকারি হয়ে গিয়েছে , শত মানুষ না খেয়ে আছে তাদের দিকে তো তাকানোর মতো কেউই নেই। আসলে কি আস্তে আস্তে মানুষ লোভী হচ্ছে আর তাদের মানুষত্ত হারিয়ে ফেলছে। কেন জানি এটা দিন দিন বেড়েই যাচ্ছে , এভাবে চললে পৃথিবী তো আর পৃথিবী থাকবেনা।
আসলে এখন কথা হচ্ছে আপনাকে সমাজে মাথা উঁচু করে বাঁচতে হলে অনেক টাকার মালিক হতে হবে। এখন আপনাকে মানুষের ভালোবাসা পাওয়ার জন্য টাকার প্রয়োজন। কেমন আজব জিনিষটা , সবাই শুধু নিজের স্বার্থ খুঁজে। কেউ এখন কারো পরওয়া করে না। এখন আপনাকেই আপনার পরওয়া করতে হবে। কারণ কারো তো সময় নাই আপনাকে উৎসাহ দেয়ার বা আপনারকে সাহায্য করার।