আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালই আছি। আজকে আমি বাংলাতে প্রথম লিখতে যাচ্ছি। এর আগে আমি বাংলাতে কখনো লিখিনি। আমি বাংলাতে তেমন টাইপ করতে পারি না। একজন বাঙালি হিসেবে এটি অত্যন্ত দুঃখজনক। কিন্তু আজকে আমি বাংলাতে লিখার চেষ্টা করব।
প্রথমেই আমার পরিচয় দিয়ে নেই, আমি নুর। বাংলাদেশের পাবনা জেলাতে থাকি। Hive সম্পর্কে আমি অনেক আগে থেকে জানতাম এবং অনেক আগেই একাউন্ট খুলেছিলাম। কিন্তু কখনো তেমনভাবে ব্লগিং করার জন্য লেখালেখি করতে পারিনি। আমি যখন hive সম্পর্কে জানি তখন আমি দশম শ্রেণীতে অধ্যানরত ছিলাম। তখন সামনে আমার এসএসসি পরীক্ষার কারণে ভালোমতো এখানে ব্লগিং করতে পারিনি। পড়াশোনা নিয়ে অধিক ব্যস্ত ছিলাম। আলহামদুলিল্লাহ এসএসসি পরীক্ষায় আমি গোল্ডেন এ+ সহ ১২৩৭ মার্ক পেয়ে উত্তীর্ণ হই।
এখন আমি এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী। এই সময়টা আমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা আমি জানি, কিন্তু আমি চাই এ সময়ে পড়াশুনা করার পাশাপাশি আরো কিছু স্কিল শিখতে। তাই আমি ব্লগিংকে বেছে নেই। আমি মনে করি ব্লগিং করার মাধ্যমে আমি নিজেকে ফিনান্সিয়ালি ভাবে সাপোর্ট দিতে পারব।
প্রথমত একটি বিষয় আমাকে অনেক অবাক করেছে। আমি দেখেছি অনেক বাঙালিরাও এই সাইট থেকে ভালো পরিমানে আর্ন করছে। তাই আমিও তাদের থেকে ইন্সপায়ার হই। অনেককে দেখেছি যে মুভি রিভিউ করে ভালো একটা পরিমাণের রিওয়ার্ড পাচ্ছে। তাই আমিও তাদের মত মুভি রিভিউ এর পোস্ট করা শুরু করেছি। কিন্তু আমার প্রথম রিভিউ করা মুভিতে কোন রিওয়ার্ড পাইনি। এটা আমাকে হতাশ করেনি। আমি জানি কোন কিছু শুরু করা সহজ বিষয় নয়। লেগে থাকাটাই বড়। আমি আমার কনটেন্ট গুলোকে কোয়ালিটি ফুল করার চেষ্টা করব। তাই আমি আমার অগ্রজদের দৃষ্টি আকর্ষণ করছি। কিভাবে কি শুরু করব, সে বিষয়ে পরামর্শ দিবেন।
আমার প্রথম রিভিউ করা মুভির লিংক নিচে দিয়ে দিলাম।
The silence
আজকে আর লিখছি না। আমি জানিনা পোস্টটি কেমন হয়েছে। যেহেতু এটা আমার প্রথম বাংলাতে পোস্ট এবং ব্লগিং সেক্টরে একদমই কাঁচা। এছাড়াও আমি বাংলাতে ঠিকমত টাইপ করতে পারিনা। তাই অনেক ভুল হওয়া স্বাভাবিক। সুতরাং সকলে ভুলগুলোকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।
সকলের সুপরামর্শ কামনা করে আজকে এখানেই শেষ করছি।
খোদা হাফেজ।