কোভিড-১৯ বাংলাদেশের সংকট

সৈয়দপুর খুব দ্রুতই নারায়ণগঞ্জের পথে।

আমার একটি বাসার পরের বাসায় করোনা রোগী সনাক্ত। তবে আমার বাসা নিরাপদ দুরত্বেই আছে। আশে পাশে ১৩ টি পরিবারকে লক ডাউন করা হয়েছে। করোনা সনাক্ত রোগী ইসলামী ব্যাংকের চাকুরি করেন। এই পর্যন্ত সৈয়দপুর ইসলামী ব্যাংক শাখার মোট ৮ জন কর্মকর্তা কর্মচারী করোনা সনাক্ত হয়েছে তার মধ্যে সৈয়দপুরের ৪ জন।

তাই বিগত কয়েকদিন যারা ইসলামী ব্যাংকের সৈয়দপুর শাখায় লেনদেন বা গিয়েছিলেন তারা অবশ্যই নিজ দায়িত্বে হোম কোয়ারেন্টাইনে থাকুন। সাথে প্রশাসনের সাথে যোগাযোগ করে করোনা পরীক্ষা করে ফেলুন।

এটি কোন এইডস রোগ নয় যে লজ্জা বা ভয় পেতে হবে। আপনার দায়িত্বশীল আচরণ আপনাকে আপনার পরিবারকে সর্বোপরি সৈয়দপুরকে বাঁচাতে পারে। না হলে হয়তো চরম মূল্য দিতে হবে।

সৈয়দপুরে করোনা ছড়ানো খুব স্বাভাবিক একটা বিষয়। তাই সেই শুরু থেকেই বিভিন্নভাবে সবাইকে সচেতন করে আসছিলাম। কিন্তু দুঃখের বিষয় কেউ অনেক বড় ধার্মিক হয়ে যায় আবার কেউ অনেক বড় ডাক্তার হয়ে যায় আবার কেউ করোনার চেয়ে শক্তিশালী হয়ে যায় আবার কেউ মানবতার ফেরিওয়ালা হয়ে যায়।

সবাই নিজের খেয়াল রাখুন। সচেতন থাকুন। বাড়িতে অবস্থান করুন।

H2
H3
H4
3 columns
2 columns
1 column
Join the conversation now
Logo
Center