সি-প্যানেল থেকে এফটিপি (FTP) একাউন্ট কিভাবে তৈরি করবেন?

সি-প্যানেল থেকে এফটিপি (FTP) একাউন্ট কিভাবে তৈরি করবেন?

Screenshot_22.jpg

> সবাই সাবধানে থাকুন, মাস্ক পড়ুন, স্যানিটাইজার ব্যবহার করুন এবং বাইরে থেকে বাসায় ফিরে এসে প্রথমেই সাবান দিয়ে হাত ধুয়ে নিবেন।

লাইভ সার্ভারে প্রয়োজনীয় ফাইল আপলোড করার জন্য অনেকেই তাদের সুবিদ্ধার্থে বিশেষ অ্যাপ্লিকেশান (উদাহরণঃ FileZilla) ব্যবহার করে থাকেন, যা একটি অনলাইন প্রটোকলের মাধ্যমে দ্রুত ফাইল আপলোড করতে সাহায্য করে। আর সেই অনলাইন প্রটোকলটি হলো এফটিপি প্রটোকল। এফটিপি (FTP) প্রটোকল ব্যবহার করার জন্য একটি এফটিপি একাউন্টের প্রয়োজন। আজ আপনাদের দেখাবো কিভাবে আপনি সি-প্যানেল থেকে এফটিপি একাউন্ট তৈরি করবেন।

এফটিপি একাউন্ট তৈরি করার জন্য নিচে দেয়া তথ্যগুলো আপনারা অনুসরণ করুন -

১। আপনার সি-প্যানেল কাঙ্খিত একাউন্টে লগইন করুন।
২। ফাইলস্‌ সেকশন থেকে FTP Accounts-এ ক্লিক করুন।
2.jpg

৩। আপনার পছন্দের নাম এবং আপনি মনে রাখতে পারবেন এমন কোন স্ট্রং পাসওয়ার্ড (Strong Password) ব্যবহার করে ফিল্ডগুলো পূরণ করুন। আপনি চাইলে Password Generator-এ ক্লিক করে র‍্যান্ডম পাসওয়ার্ডও ব্যবহার করতে পারেন।

3.jpg
(ছবিতে দেখুন আপনাকে ইউজার নেম এবং পাসওয়ার্ডের কিছু নির্দেশনা দিচ্ছে)

৪। এফটিপি একাউন্টের জন্য কতটুকু স্পেস নির্ধারণ করতে চান তা ঠিক করে Quota ফিল্ড পূরণ করুন।
৫। সবশেষে Create FTP Account-এ ক্লিক করুন।

আশা করি এখন খুব সহজেই এফটিপি একাউন্ট তৈরি করতে পারবেন।

ধন্যবাদ।
How to create an FTP account from C-Panel?

H2
H3
H4
3 columns
2 columns
1 column
Join the conversation now
Logo
Center