ফেসবুকে যে কাজটি ভুলেও করবেন না

'ফেসবুকে আপনি সক্রিয় ব্যবহারকারী নাকি সক্রিয় ব্যবহারকারী নন, তা যাচাই করার জন্য আমরা এই মেসেজটি পাঠাচ্ছি। আপনি যদি ফেসবুকে সক্রিয় হয়ে থাকেন, তাহলে সক্রিয়তার প্রমাণ দেওয়ার জন্য মেসেজটি কপি করে আরও ২৫ জনকে পাঠান।

দু’সপ্তাহের মধ্যে এই মেসেজটি ২৫ জনকে না পাঠালে বন্ধ হয়ে যাবে আপনার ফেসবুক অ্যাকাউন্ট। '
ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকেরবার্গের নাম উল্লেখ করে আসা এই মেসেজ দেশের অনেক ফেসবুক ব্যবহারকারী পাচ্ছেন বলে জানিয়েছেন। ১৬৫ শব্দের এই বার্তা মার্ক জুকেরবার্গের নির্দেশ বলে উল্লেখ রয়েছে। অনেকেই ফেসবুক অ্যাকাউন্ট হারানোর ভয়ে আরও ২৫ জনকে মেসেজটি কপি করে পাঠাচ্ছেন।

কিন্তু এই মেসেজটি আসলে সম্পূর্ণ ভুয়ো। ফেসবুক কর্তৃপক্ষ এমন কোনও মেসেজ পাঠাচ্ছে না। মূলত ফেসবুকের ভুয়ো অ্যাকাউন্ট বন্ধ অভিযানের সুযোগ নিয়ে অন্যকে অযথা ভয় পাইয়ে দেওয়ার জন্যই এটি ছড়ানো হচ্ছে। মেসেজটি ফেসবুক ব্যবহারকারীদের কাছে আসছে তাদের কোনো বন্ধুর মাধ্যমেই।

মেসেজেটিতে কোনো ভাইরাসের লিঙ্ক দেখা যায়নি। কেবল অন্যকে বিরক্ত করার উদ্দেশ্যেই এই মেসেজ ফেসবুকে ছড়ানো হয়েছে। সুতরাং এ ধরনের মেসেজ পেলে তা আরও ২৫ জনকে পাঠিয়ে বিরক্ত করা থেকে বিরত থাকুন।

H2
H3
H4
3 columns
2 columns
1 column
Join the conversation now
Logo
Center