haji biriyani

পোস্ট টা মূলত স্ট্রিট ফুড লাভারদের জন্য।

১. হজমি ও পাগলা পানি
লোকেশন: বাহাদুর শাহ পার্কের সামনে
টেস্ট: হজমি টা বেশি ভালো ছিলো আর আমি এর আগে কখনো পাগলা পানি খাইনি তাই এটাও খারাপ লাগেনি আমার।
রেটিং: হজমি (৯/১০) পাগলা পানি (৭/১০)
দাম: হজমি ৫ টাকা, পাগলা পানি ১০ টাকা

২.লেবুপানি
লোকেশন: বাহাদুর শাহ পার্কের সামনে
টেস্ট: দাম অনুযায়ী খুব ভালো এবং রিফ্রেশিং ছিলো
রেটিং: ১০/১০
দাম: ৫ টাকা

৩.দই ফুচকা
লোকেশন: সেন্ট গ্রেগরী স্কুলের সামনে
টেস্ট: দই টা খুব বেশি মিষ্টি ছিলো তাই বেশি ভালো লাগেনি কিন্তু মামার টক টা জোস
রেটিং: ৮/১০
দাম: ৪০ টাকা

৪. বোম্বাই মরিচের শিঙাড়া
লোকেশন : বাহাদুর শাহ পার্কের পিছনে
টেস্ট: ঝালখোড় আর বোম্বাই মরিচ প্রেমীদের জন্য মাস্ট ট্রাই আইটেম। প্রত্যেক টা কামড়ে বোম্বাই মরিচের ফ্লেভার পাওয়া যায়💜
রেটিং: ১০/১০
দাম: ৩ টাকা পিছ

৫.দই ঠান্ডাই
লোকেশন: বংশাল সিনেমা হলের একটু আগে
টেস্ট: সেদিনের টেস্ট করা বেস্ট আইটেম ছিলো এটা আর এই গরমে এটার থেকে ভালো আর কিছু হতেই পারেনা।
রেটিং: ১০০/১০
দাম:১০ টাকা

৬: স্পেশাল ফায়ার পান
লোকেশন: নাজিরা বাজার
টেস্ট: ফায়ার পান টেস্ট করা নিয়ে যেমন এক্সাইটেড ছিলাম তেমন ভয় ও লাগছিলো। এটার টেস্ট খুব ডিফারেন্ট। ভালো লেগেছে আর মামার ব্যবহার ও খুব ভালো
রেটিং:৯/১০
দাম: ৫০ টাকা

৭. হাজীর বিরিয়ানি
লোকেশন: নাজিরা বাজার
টেস্ট: আমার খাওয়া সবেচেয়ে বাজে বিরিয়ানি এর থেকে খারাপ কিছু হইতে পারেনা। এরা এখনো শুধু এদের নামের জোরেই টিকে আছে। কাঁঠাল পাতায় বিরিয়ানি পার্সেল তাদের ট্রেডিশন এই জিনিস টা আমার কাছে ডিফারেন্ট লেগেছিলো দেখে টেস্ট করতে গিয়েছিলাম কিন্তু আমি পুরাই hopeless খুব বেশি oily ছিলো বিরিয়ানি টা একদম খাওয়াই যাচ্ছিলো না, ঠাণ্ডা ছিলো আর তাদের স্টাফ দের ব্যবহার ও খুব খারাপ
রেটিং: ৪/১০
দাম: ১৬০ টাকা
#পরিমানে অনেক থাকে image image

H2
H3
H4
3 columns
2 columns
1 column
Join the conversation now
Logo
Center