One Farmer, he is a horse and a goat. : এক কৃষক, তার একটি ঘোড়া ও ছাগল।

share-with-dlike.jpg

এক কৃষক, তার একটি ঘোড়া ও ছাগল।

এক কৃষকের একটি শক্ত সামর্থ্য ঘোড়া ও একটি হৃষ্টপুষ্ট ছাগল ছিলো। হঠাৎ একদিন সেই ঘোড়াটি অসুস্থ হয়ে পড়ল। চিকিৎসক এসে পরীক্ষা করে বললেন "ঘোড়াটি ভাইরাস দ্বারা আক্রান্ত, আমি তিন দিনের ঔষধ দিচ্ছি। তিনদিন পর যদি দেখি অবস্থার উন্নতি হচ্ছে না তাহলে ঘোড়াটিকে মেরে ফেলতে হবে। না হলে এই ভাইরাস আশেপাশে ছড়িয়ে পড়লে মহামারী আকার ধারণ করবে। অন্যান্য পশুও আক্রান্ত হয়ে পড়বে।" তো কাছে থাকা কৃষকের ছাগলটি তাদের এই কথাবার্তা সব শুনলো। পরদিন ঘোড়াটিকে ঔষধ দেয়ার পর ছাগলটি তার কাছে এসে বললো "শক্তি অর্জন করো বন্ধু, উঠে দাঁড়াও। তা না হলে কিন্তু ওরা তোমাকে মেরে ফেলবে!"

দ্বিতীয় দিনেও যখন ওরা ঔষধ দিয়ে চলে গেল তখন ছাগলটি ঘোড়ার কাছে এসে বললো "আরে দোস্ত উঠে দাঁড়াও, তা না হলে তো তুমি মারা পড়বে! দেখি, আমি তোমাকে সাহায্য করছি। ওঠো ওঠো, তাড়াতাড়ি ওঠো!"

তৃতীয় দিনে ঘোড়াটিকে ঔষধ দেয়ার পর ডাক্তার কৃষককে বললেন "ভাগ্য খারাপই মনে হচ্ছে। আজকে ঔষধ দেয়ার পরেও যদি উন্নতির কোন লক্ষণ না পাওয়া যায় তাহলে কালকে বোধ হয় এটাকে মেরেই ফেলতে হবে। তা না হলে ভাইরাস চারদিকে ছড়িয়ে পড়বে, অন্য ঘোড়া ও পশুরা তাতে আক্রান্ত হবে।"

এ কথা বলে তারা চলে যাবার পর ছাগলটি ঘোড়ার কাছে এসে বললো "শোনো দোস্ত, এখনই শেষ সময়, এরপর আর সুযোগ পাবে না। উঠে দাঁড়াও, সাহস অর্জন করো, মনে শক্তি আনো, ওঠো, উঠে দাঁড়াও।" ছাগলের প্রতিদিনের উৎসাহে ঘোড়াটি আস্তে আস্তে মনোবল ফিরে পেল। এবার সে প্রাণপণ চেষ্টা ও মৃত্যু ভয়ে শক্তি সঞ্চয় করে উঠে দাঁড়ালো। তারপর ছাগলটি তাকে আরো বেশি উৎসাহ দিয়ে এক পা দুই পা করে হাঁটতে বলল। ঘোড়াটি ছাগলের পরামর্শে তাই করল। হাঁটতে শুরু করল। ছাগল এবার তাকে দৌড়াতে বলল। ঘোড়াটি দৌড়াতে থাকল। ছাগল তখন ঘোড়াকে বলল "দেখ বন্ধু তুমি পেরেছো। তুমি সুস্থ হয়েও উঠেছো।" ঘোড়াটি কৃতজ্ঞতার সাথে বলল কিছুটা ওষুধের গুন আর বাকিটা তোমার উৎসাহেই আমি এই অসাধ্য সাধন করতে পেরেছি।" তারপর সে দৌড়াতে দৌড়াতে তার সুস্থতার প্রমাণ মালিককে দেখাতে থাকল।

কৃষক তো প্রথমে বিশ্বাসই করতে পারছিলনা যে তার অসুস্থ ঘোড়া এভাবে সেড়ে উঠবে। আর দৌড়াতে পারবে। সে ভিষন খুশি হয়ে চিৎকার করে বলতে থাকলো "হুররে, আমার ঘোড়া সুস্থ হয়ে গেছে। আমি এই আনন্দে পাড়া প্রতিবেশীদের নিয়ে একটা বিরাট শুকরিয়া অনুষ্ঠান করব। সেখানে আমার এই ছাগলটিকে জবাই করবো, ছাগলের মাংস দিয়ে মজা করে ভুরিভোজ করবো সবাই।"

মালিকের কথা শুনে ছাগল আর ঘোড়া দুজনেরই মন খারাপ হয়ে গেল। ছাগল ভাবল আমি ঘোড়াকে এতো উৎসাহ উদ্দীপনা দিয়ে জীবন বাঁচাতে সহযোগিতা করেছি। সেও নিশ্চয় আমার জন্য কিছু একটা করবে। ঘোড়া ভাবছে, আমি যদি ছাগলের উপকার করতে পারতাম তাহলে খুব ভালো লাগত। কিন্তু কি করব? আমার তো কিছু করার নাই। আমি যদি আবার অসুস্থতার ভান করি তাহলে হয়তো ছাগলের প্রাণ বাঁচবে, কিন্তু আমার তো প্রাণ যাবে। তারচেয়ে বরং ছাগল একাই মরুক। আমি তো বেঁচে থাকি!

শিক্ষাঃ ভালো করতে থাকাটা জীবনের কঠিনতম সংগ্রামের একটি। প্রবল ইচ্ছাশক্তি যে কোন ব্যাক্তিকে তার সফলতার দ্বারপ্রান্তে পৌঁছাবেই। আর বাস্তব জীবনে কারো সফল হওয়ার ঘটনার মূল নায়ক প্রায়শই চাপা পড়ে যায় মিথ্যা আর নকলের ভীড়ে। এটাই বুঝি নিয়ম!!
Collected Post:

One Farmer, he is a horse and a goat.

One of the farmers had a strong afford horse and a mend goat. Suddenly one day that horse became sick. The doctor came and said, " the horse is affected by virus, I am giving a three-day medicine. After three days, if i see the situation is not improving then the horse has to kill. If otherwise, this virus will capture the plague. Other paśu'ō will be affected. " you have all heard of this word of the farmer. After giving medicine to the horse, chāgalaṭi came to him, " Gain Strength, stand up, stand up. If it is not but they will kill you!"

On the second day, when they went away with medicine, they came to the horse, saying " hey dude stand up, otherwise you will die! Let's see, I'm helping you. Rise up, hurry up!"

After giving medicine on the third day, doctor peasants said " fate seems to be bad. Even if there is no sign of improvement even after giving medicine today, then feel tomorrow to kill it. If otherwise, the virus will be spread around, other horses and animals will be affected by it. "

That's why they came to the horse after they went away, " listen dude, it's the last time, then there won't be a chance. Stand up, achieve courage, bring mind, rise up, stand up. " after a goat's day, the horse is slowly. This time he is trying to save and save the power of death. Then chāgalaṭi told him to walk on a foot two feet with more enthusiasm. The horse has been on the tip of the goat. Started to walk. The Goat told him to run. The horse is running. The Goat said to the horse " see friend you nailed it. You'll be healed. " horse grateful with him said some of the pharmacies and the rest I've been able to do this. " then he is going to show the owner of his recovery to run out.

The Farmer was not able to believe that his sick horse will rise like this. And can run. She was so happy to say " Hooray, my horse has been healed. I will do a great gratitude to the neighborhood of the neighborhood in this joy. I will make this goat a goat, I will make a feast with the meat of the goat. "

After listening to the owner, the goat and the horse became upset. Goat thought I cooperate to save life with so much enthusiasm in the horse. He will surely do something for me. The horse is thinking, if I could benefit the goat, it would be very good. But what do you do? I have nothing to do. If I pretend to be sick again, maybe the goat will live, but I will go to life. Rather than him, the goat is alone. I live!

Education: it is one of the toughest struggle of life to do well. The strong desire is that a person who is at the end of his success. And in real life, the main hero of someone's success is often trapped in a lie and in fake crowd. This is the rule of understanding!!
Collected Post:


Source of shared Link

H2
H3
H4
3 columns
2 columns
1 column
Join the conversation now
Logo
Center