This content got low rating by people.

Ilish and Khichuri

আমি কোন মুখোশ পড়িনি
আমি কিছু আড়াল করি নি
আমি শুধু ভালোবেসেছি ইলিশ... !!!

অনেক দিন পর আবারও সেই পুরান ভালোবাসা।

গিয়েছিলাম ঐতিহ্যবাহী আরিচা ফেরীঘাটে, বৈশাখের তপ্ত দুপুরে গরম আর খিদার জ্বালায় জীবন যায় যায় অবস্থা, তখনই পেট পুজা করতে ঢুকে পরলাম ঘাটের এক রেস্তোরায়।
রেস্তোরার চেহারা দেখে ভাল না লাগলেও ইলিশ ভাজা আর কয়েকপদের ভর্তা মুখে দিয়ে আমার ধারনা বদলে গেল। একেবারে পয়সা উসুল!!!

পুরানো ডায়লগ খিচুড়ি শেষ হবে কিন্তু মাংস শেষ হবে না।
রেটিং দিতে পারুম না। কারণ এক একজনের কাছে টেস্ট এক এক রকম। তবে টেস্ট, পরিবেশ, গরুর মাংসের পরিমান এবং ওয়েটারদের ব্যবহার নিয়ে আপনি হ্যাপি থাকবেন এটা শুধু বলতে পারি।

নামঃ ইলিশ মাছভাজি ও মাছের ঝোল,
প্লেসঃ আরিচা লঞ্চঘাট,
দামঃ ৬০ টাকা প্রতি পিছ,
স্বাদঃ খুবই ভাল,
সার্ভিসঃ ভাল।
আরো খেয়েছি ৪রকমের ভর্তা, প্রতিটার দাম ১০/২০ টাকা, অসাধারন স্বাদ।

দাম: বিফ খিচুড়ি - ১৫৬ টাকা (ভ্যাটসহ)
পেপসি। - ১৩ টাকা (ভ্যাট সহ)
স্থান: তেজগাঁও স্কুল এন্ড কলেজের উল্টো দিকে।

image.png

image.png

H2
H3
H4
3 columns
2 columns
1 column
Join the conversation now
Logo
Center