গোপাল ভাঁড়ের ইতিকথা

"গোপাল ভাঁড়",বাংলা লোকসংস্কৃতির এক অনন্য নাম।গোপাল ভাঁড় কে নিয়ে অনেক মতবিরোধ থাকলেও তিনি পশ্চিমবঙ্গ এবং বাংলার আগ্রহের কেন্দ্রবিন্দু।

গোপাল ভাঁড় অনেকের কাছে গোপাল ভান্ড নামেও পরিচিত।তিনি হিন্দু ধর্মালম্বী এবং নাপিত বংশোদ্ভূত ছিলেন। গোপাল ভাঁড় ছিলেন বিখ্যাত রম্য গল্পকার,মনোরঞ্জনকারী বা ভাঁড় এবং খুবই প্রখর বুদ্ধিমান ব্যাক্তি।অষ্টাদশ শতাব্দীর নদিয়া জেলার প্রখ্যাত রাজা কৃষ্ণচন্দ্রের রাজসভায় গোপাল নিযুক্ত ছিলেন।গোপাল কৃষ্ণচন্দ্রের রাজসভার নবরত্নদের একজন ছিলেন বলেও প্রচলন রয়েছে।রাজা কৃষ্ণচন্দ্রের প্রাসাদের সামনে তখনকার আমলে নির্মিত একটি ভাষ্কর্য এখনো সেখানে অবিকৃত অবস্থায় রয়েছে।

42516220_1162476713900124_4059246919426244608_n.png

আধুনিক বাঙালিদের আগ্রহের ফলে গোপাল ভাঁড়কে নিয়ে রচিত হয়েছে অসংখ্য বই।গোপাল ভাড়কে কেন্দ্র করে তৈরি হয়েছে এনিমেশন কার্টুন যা সনি আট টিভিতে "গোপাল ভাঁড়" নামে প্রচারিত হয়।সনি আট টিভির এনিমেশন কার্টুনটিতে মূলত গোপালের হাস্যরস এবং বুদ্ধিমত্তা তুলে ধরা হয়েছে।আমার প্রিয় কার্টুন সিরিজের মধ্যে গোপাল ভাঁড় একটি,যার প্রতিটি পর্ব আমি দেখেছি।

এবার চলুন পরিচিত হই "গোপাল ভাঁড়" এনিমেশন কার্টুনের প্রধান চরিত্র গুলির সাথে

গোপাল
42507567_2164299107144643_7616664444034088960_n.png

এখানে গোপালকে দেখানো হয়েছে স্থুলকায় এবং টাকমাথার অধিকারী।গোপাল খেতে খুব পছন্দ করে।মহারাজ কৃষ্ণচন্দ্রের কাছ থেকে প্রচুর পুরুষ্কার পাওয়ার পরও তার আর্থিক অভাব লেগেই থাকে।মহারাজ কৃষ্ণচন্দ্রের প্রিয় সভাসদ, যে মহারাজকে অনেক বিপদ থেকে নিজের বুদ্ধি কে কাজে লাগিয়ে উদ্ধার করে।

গোপাল বৌউ
42467793_2749746198498767_5880834642348605440_n.png

গোপালের বৌউ কে দেখানো হয়েছে খাট,স্থুলকায় মহিলা রূপে।সংসারের কাজ কর্ম করেই যার দিন কাটে।কখনো কখনো গোপালের সাথে সাংসারিক বিষয় নিয়ে ঝগড়া করতে ও দেখা যায়।

মহারাজ কৃষ্ণচন্দ্র
42507136_342960039773200_7415508456725020672_n.png

মহারাজ কৃষ্ণচন্দ্রের রাজ্যের নাম কৃষ্ণ নগর।গোপাল ভাড় সিরিজে তাকে একজন প্রজাবৎসল রাজা হিসেবেই দেখানে হয়।তিনি সবাই কে খুব সহজেই বিশ্বাস করেন আর তার সেই সরলতার অনেক সময় নানা রকম বিপদে পরেন যা থেকে গোপাল তাকে পরবর্তীতে বুদ্ধি খাটিয়ে রক্ষা করে।

মন্ত্রী
42557758_323147748491378_3673955925971959808_n.png

গোপাল ভাঁড় সিরিজের আর একটি অন্যতম চরিত্র মন্ত্রী। মন্ত্রীকে দেখানো হয় খুবই কুটিল বুদ্ধি সম্পন্ন একটি চরিত্র হিসেবে।মন্ত্রী নিজের ফায়দা লুটার জন্য বিভিন্ন চক্রান্ত করে থাকে,যদিও তার সকল চক্রান্ত গোপাল ধরে ফেলে।

নবাব
42503930_165644754357019_3562425185892040704_n.png

এখানে মুর্শিদাবাদের নবাব কে তুলে ধরা হয়েছে।রাজা কৃষ্ণচন্দ্র নবাবের অধিনে রাজ্য পরিচালনা করেন।নবাবকে বিভিন্ন সময় কৃষ্ণচন্দ্রকে বিপদে ফেলার জন্য ফন্দি আঁটতে দেখা যায়,যদিও গোপালের বুদ্ধির কাছে নবাব বার পরাজিত হন

গোপাল ভাঁড়ের সিরিজ দেখতে,,

Note: i don't own the right of photos in this post. all rights reserved to Sony AATH Youtube Channel.

H2
H3
H4
3 columns
2 columns
1 column
Join the conversation now
Logo
Center