যে কারণে পিক্সআর্ট এপটি আপনারা ব্যাবহার করবেন!

images.jpeg
Image source

বর্তমান সময়ে এন্ড্রয়েড ফোন ব্যাবহার করেনা এমন মানুষের সংখ্যা খুবই কম। প্রায় সবার হাতেই রয়েছে এখন এন্ড্রয়েড ফোন। কেউ একটু বেশি দামের ফোন ব্যাবহার করে আবার কেউবা কম দামের। কিন্তু প্রায় সবার হাতেই রয়েছে এন্ড্রয়েড ফোন। আপনার হাতে এন্ড্রয়েড ফোন মানেই আপনার কাছে রয়েছে অতি চমৎকার একটি ক্যামেরা যা আমাদের জীবণের খুবই গুরুত্বপূর্ণ একটি বস্তু। বন্ধুদের সাথে ঘুরতে যাওয়া, কলেজ ট্যুরে যাওয়া, বিকালে হাটতে বের হওয়া কিংবা পরিবারের সাথে কাটানো বিশেষ মূহুর্তগুলোকো ফ্রেমে বন্দি করে রাখার জন্য হলেও আমরা ক্যামেরা ব্যাবহার করে থাকি। কিন্তু ক্যামেরা দিয়ে ছবি তুললেই যে তা খুব সুন্দর দেখাবে সেটা কিন্তু নয়। অনেকসময় ব্যাকগ্রাউন্ডে ময়লা আবর্জনা থাকার কারণে আপনার শখের ছবিটিকে কুৎসিৎ দেখায় আবার কখনও কম ব্রাইটনেসের কারণেও ছবিটিকে সুন্দর দেখাতে না পারে। আমরা ক্যামেরা দিয়ে ছবি তুলার পর ছবিটিকে আরও আকর্ষণীয় করে তুলার জন্য ছবি এডিটিং করে থাকি এবং ছবি এডিট করার জন্য আমরা বিভিন্ন ধরণের ছবি এডিটিং এপস ব্যাবহার করে থাকি। আজ আমি সেরকমই একটি এপস নিয়ে লিখব। এপসটিকে আমরা সবাই চিনি। এপসটির নাম হচ্ছে পিকস আর্ট এপ। যা ব্যাবহার করে আমরা একটি সাধারণ ছবিকেও অনেক আকর্ষণীয় করে তুলতে পারি। চলুন পিকস আর্ট আমরা কেন ব্যাবহার সে বিষয় নিয়ে আলোচনা করি।

পিকস আর্ট ব্যাবহার করার বিশেষ কিছু কারণঃ

এই এপ্লিকেশনটি বিভিন্ন আঙ্গিকে ছবি সম্পাদনা করতে পারে। আধুনিক প্রযুক্তিতে ছবি সম্পাদনা করার জন্য এর বিশেষ কছু টুল রয়েছে যেগুলো দিয়ে ছবি অতি আকর্ষণীয় ভাবে এডিট করা সম্ভব।
-ক্রপ নামের একটি টুল আছে যা ব্যাবহার করে আপনি ছবির বিশেষ অংশ ক্রপ করে নিতে পারবেন।
-এডজাস্টমেন্ট টুল ব্যাবহার করে নতুন কিছু সংযোজন করতে পারবেন।
-ক্লোন নামের টুলটি ব্যাবহার করে আপনার সংগ্রহকৃত ছবিটির ক্লোন তৈরী করে নিতে পারবেন।
-মোশন টুল ব্যাবহার করে ছবির বিভিন্ন জায়গায় মোশন করতে পারবেন।
-এই এপসটিতে স্টেচ নামেরও একটি টুল পাবেন।
-এই এপসটিতে মুখোশ নামের একটি টুল পাবেন যা ব্যাবহার করে আপনার ছবিতে বিভিন্ন প্রকারের মুখোশ লাগাতে পারবেন যা আপনার ছবিকে আরও আকর্ষণী করে তুলবে।
-এই এপসটিতে স্টিকার এর জন্য বিশাল একটি স্টোর পাবেন। স্টোর থেকে আপনি আপনার পছন্দ মত স্টিকার নিয়ে ব্যাবহার করতে পারবেন।
-এছাড়াও ছবির উপরে কিছু লিখার জন্যও একটি বিশেষ টুল রয়েছে যা দিয়ে আপনার ছবির উপর আপনার মন খুশি যেকোন কিছু লিখতে পারবেন এবং লিখাকে অতি চমৎকার দেখানোর জন্য বিভিন্ন প্রকারের ফন্ট ও রয়েছে।

কিছু বিশেষ সুবিধাঃ
-এই এপসটিতে অফলাইন এবং অনলাইন সুবিধাও রয়েছে।
-এপসটিতে চিত্রাঙ্কণের জন্য ও বিশেষ কিছু টুল রয়েছে যা দিয়ে আপনি অনেক আকর্ষণীয় চিত্র অঙ্কণ করতে পারবেন।

H2
H3
H4
3 columns
2 columns
1 column
Join the conversation now
Logo
Center