This content got low rating by people.

হায়-রে বাজ্ঞালী!

ব্যাচেলর রুম যদি গোছানো থাকে তাহলে বিয়ের পর বৌয়ের গোছানো কাজকর্ম তেমন চোখে ফুটবে না। বিয়ের পর বৌয়ের প্রশংসা করার জন্যই ব্যাচেলর রুম অগোছালো থাকে।

-বিবাহিতদের সঙ্গে ব্যাচেলরদের পার্থক্য বোঝানোর জন্য।
-বিয়ের কথা যাতে না ভুলে যায়, তাই ব্যাচেলর রুম অগোছালো থাকে।
-'চাই কেউ একজন এসে আমার অগোছালো জীবনকে গুছিয়ে দিয়ে যাক' লিখে ফেসবুক স্ট্যাটাস দেওয়ার জন্য।
-কেউ এসে যাতে 'ভাবি কি বাসায় আছে' বলে মনঃকষ্ট বাড়িয়ে না দেয় তাই।
-ঘুম আর আড্ডার ফাঁকে গোছানোর মতো পর্যাপ্ত সময়।

samakal.com/todays-print-edition/tp-pachal/article/1609237645

workstation-336369__180.jpg

H2
H3
H4
3 columns
2 columns
1 column
Join the conversation now
Logo
Center